ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাহবুবুল আলম ব্যবসায়ীদের সুখ দুঃখের সাথি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
মাহবুবুল আলম ব্যবসায়ীদের সুখ দুঃখের সাথি ...

চট্টগ্রাম: সংসদ সদস্য এমএ লতিফ বলেছেন, চট্টগ্রাম চেম্বারের পাঁচবারের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের সুখ দুঃখের সাথি। এফবিসিসিআইর নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি।

বঙ্গবন্ধু কন্যা উনাকে মনোনয়ন দিয়েছেন।  

সোমবার (১৭ জুলাই) রাতে রেডিসন ব্লু চট্টগ্রাম ভিউর মোহনা হল রুমে 'ট্রিলিয়ন ডলার অর্থনীতির যাত্রায় বন্দরনগরীর তাৎপর্য' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ সভার আয়োজন করেন।

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, আশাকরি মাহবুব ভাই বাংলাদেশের ব্যবসায়ীদের নেতা। চট্টগ্রামের মানুষ দেশকে ভালোবাসে। সব ব্যবসায়ীরা উপকৃত হবে মাহবুব ভাইয়ের হাত ধরে। প্রধানমন্ত্রীর সহায়তায় ব্যবসায়ীদের সমস্যার সমাধান করবেন। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়েছেন। শিল্প হলে কর্মসংস্থান হবে।  

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্দেশে বলেন, আপনারা বাংলাদেশের লিডার। মাহবুবুল আলম গ্রেট লিডার। আপনারা সোনার বাংলাকে হীরের বাংলা করবেন। আপনারা জাতির জন্য, মানুষের জন্য কাজ করবেন। কোভিডকে মোকাবিলা করেছেন বিশ্বনেত্রী শেখ হাসিনা।  

চট্টগ্রাম উইম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, প্রধানমন্ত্রীর নজর চট্টগ্রামে আছে। উনি আছেন বলেই চট্টগ্রামকে সমৃদ্ধ করছেন। টানেল উদ্বোধন হবে। মাহবুবুল আলম নারীবান্ধব ব্যবসায়ী নেতা। কথা কম বলেন, কাজ করেন বেশি। ব্যবসায়ী ঐক্য পরিষদের সবাই সফল ব্যবসায়ী। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে এসএমই খাত অবদান রাখবে। আপনারা মাহবুব ভাইয়ের পূর্ণ প্যানেলে ভোট দেবেন।

বিজিএমইএ প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ব্যবসার গতি বাড়াতে কাজ করেছেন মাহবুবুল আলম। বঙ্গবন্ধু কন্যা যার ওপর আস্থা রেখেছেন। চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ দেশের জন্য। বিজিএমইএ অনেক সমস্যা মোকাবেলা করছে। বে টার্মিনাল যাতে দ্রুত এগিয়ে সে ব্যবস্থা নিতে হবে।  

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ সভাপতি তরফদার মো. রুহুল আমিন। তিনি বলেন, আইকনিক বিজনেস লিডার মাহবুবুল আলম এফবিসিসিআইর ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার নির্বাচিত হয়েছেন। তিনি চমৎকার ব্যবসায়ী নেতা।  বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তিনি ধারণ করেন। তাঁর আন্তরিকতার কারণে প্যানেল লিডার মনোনীত করেছেন।  

বাংলাদেশকে আগামীতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে রূপান্তর করতে চাই আমরা। মীরসরাই শিল্পনগরে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। মাহবুবুল আলমের নেতৃত্বে চট্টগ্রাম হবে লজিস্টিক হাব। এসএমই ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করতে হবে। ব্লু ইকোনমিতে বিরাট সম্ভাবনা আছে, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির জন্য একে কাজে লাগাতে হবে।  

বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে চট্টগ্রাম। মাতারবাড়ীতে পাওয়ার ও শিপিং হাব হবে।  

তিনি বলেন, চট্টগ্রাম চেম্বারসহ সব চেম্বারকে সহযোগিতা করবেন বলে আশাকরি। হেভি ইন্ডাস্ট্রির সমস্যা সমাধানে এফবিসিসিআইয়ের সঙ্গে চট্টগ্রাম চেম্বার কাজ করতে চায়।

সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বারভিডার হাবিব উল্লাহ ডন, বিজিএমইএ নেতা এমএ ছালাম, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মির গ্রুপের আবদুস সালাম, বাফার সহ সভাপতি খায়রুল আলম সুজন, ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশনের মাহবুব রানা, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের রাকিবুল টুটুল, লবণ মিলস মালিক সমিতির নুরুল কবির, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশেনর এমএ বকর, চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, বিভাগীয় পণ্য পরিবহন সমিতির আবদুল মান্নান, শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের মাস্টার আবুল কাশেম, ফার্নিচার মালিক সমিতির মো. মাসুদুর রহমান, দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী, সালেহ আহমদ সোলেমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫০  ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।