ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পানিতে ডুবেছে রেললাইন, আটকা পড়েছে ট্রেন  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
পানিতে ডুবেছে রেললাইন, আটকা পড়েছে ট্রেন   ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: টানা বৃষ্টির কারণে ফতেয়াবাদ এলাকায় রেললাইন ডুবে গেছে। সকাল থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম নাজিরহাট ও বিশ্ববিদ্যালয় রেল যোগাযোগ।

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় শহর থেকে ছেড়ে আসলেও ফতেয়াবাদ রেল স্টেশন সংলগ্ন রেললাইন ডুবে যাওয়ার কারণে আটকা পড়ে একটি ডেমু ট্রেন।  

স্থানীয়রা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাজিরহাট যাওয়ার রেললাইন হাঁটু পরিমাণ পানিতে ডুবে আছে।

রেললাইনের ওপর দিয়ে ঢল যাচ্ছে পানির। ফতেয়াবাদ রেল স্টেশনের কাছেই আটকে আছে ডেমু ট্রেন।

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, টানা বর্ষণের কারণে ফতেয়াবাদের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। রেললাইনেও পানি জমে যাওয়া সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের কর্মীরা পানি চলাচলের রাস্তা তৈরি করছেন। আশা করছি দুপুর গড়াতেই ট্রেন চলাচল শুরু হবে।

সকালে ডেমু ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন রুমান হাফিজ। ফতেয়াবাদ রেল স্টেশন সংলগ্ন রেললাইনে পানি ওঠায় আটকা পড়েন তিনি। পরে পায়ে হেঁটে সড়কে গিয়ে গাড়িতেই ক্যাম্পাসে পৌঁছান তিনি।

রুমান হাফিজ বলেন, শহরের পানি মাড়িয়ে অনেক কষ্টে ষোলশহর এসে ট্রেনে উঠেছিলাম। কিন্তু ফতেয়াবাদ রেল স্টেশনের রেললাইনে পানি ওঠায় সেখানে থমকে যায় ট্রেন। পরে কয়েকটি গাড়ি পাল্টিয়ে ক্যাম্পাসে পৌঁছেছি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বাংলানিউজকে বলেন, ফতেয়াবাদে রেললাইনে পানি ওঠায় সকালের ডেমু ট্রেন আটকা পড়ে। সেখানে কাজ চলছে। শিগগিরই ট্রেন চলবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।