ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিজামপুর কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
নিজামপুর কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৩ সফল করার লক্ষ্যে পুনর্মিলনী পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১২ আগস্ট) চট্টগ্রামে একটি বেসরকারি সংস্থার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রচার ও প্রকাশনা কমিটির কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে সম্পৃক্ত করতে বিভিন্ন করণীয় ঠিক করা হয়।

সভায় নিজামপুর কলেজের অধ্যক্ষ ও পুনর্মিলনী পরিষদের সদস্য সচিব মেজর মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী কাজী আফাজ উল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম, মো. ফখরুদ্দিন চৌধুরী, এ এইচ এম জিলানী চৌধুরী, দীপক নাথ, অধ্যাপক ডা. জিয়াউল আনসার চৌধুরী, আজিজ আহমেদ চৌধুরী, মো. তাজুল ইসলাম, মো. আমজাদ হোসেন, রনজিত কুমার নাথ, শফিউল আলম চৌধুরী, ড. মোহাম্মদ ওমর ফারুক, ইউসুফ সোহেল, শাহাদাত হোসেন চৌধুরী, সাংবাদিক নেতা আজহার মাহমুদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম আরিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।