ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবককে কোপাল সন্ত্রাসীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবককে কোপাল সন্ত্রাসীরা

চট্টগ্রাম: এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় আবুল হাসনাত বাবু (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ব কলোনি বি ব্লক সংলগ্ন মধ্যম জানারখীল এলাকায় চায়ের দোকানে চা-নাশতা করার সময় সন্ত্রাসীরা হামলা করে।

এ সময় সন্ত্রাসীরা বেশ কিছু দোকানপাট ভাংচুর করে।  

বাবুর বন্ধু রাজু বাংলানিউজকে জানান, দুই দিন আগে টিটু বাহিনীর লোকজন স্থানীয় দোকানিদের কাছে চাঁদা নিতে এলে বাবু বাধা দিয়েছিল।

তাই ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালিয়েছে। তার পায়ে, মাথায়, সারা শরীরে কুপিয়েছে। বর্তমানে বাবু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।  

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।  

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।