ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হোটেলের ফ্রিজে বাসি খাবার, গুনতে হলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
হোটেলের ফ্রিজে বাসি খাবার, গুনতে হলো জরিমানা

চট্টগ্রাম: ফ্রিজে পচা-বাসি খাবার রাখায় পিরানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদলত।  

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সামনে মোবাইল কোর্টের অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), আগ্রাবাদ সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। তিনি বলেন, রেস্টুরেন্টের ফ্রিজে আগেকার বাসি খাবার পাওয়া যায়।

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেলটির মালিককে ১৫ হাজার অর্থদণ্ড দেওয়া হয়।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।