ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোড মার্চের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, অক্টোবর ৪, ২০২৩
রোড মার্চের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে

চট্টগ্রাম: দেশব্যাপী বিএনপি-জামায়াতের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৪ অক্টোবর) মহানগর যুবলীগ নেতা ইয়াসির আরাফাত এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরের কোতোয়ালী, নিউ মার্কেট, ষ্টেশন রোড প্রদক্ষিণ করে।

 

পরে নুর মোহাম্মদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শুভ দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন শাহ আলম ভূইয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রাশেদ, ইশতিয়াক আহমেদ, শোভন দাশ টারজেন, নয়ন আহমেদ, মিরাজ উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, আজিজুর রহমান জিসান, মীর ইরফান ইমাদ, নয়ন উদ্দিন প্রমুখ।  

সমাবেশে বক্তরা বলেন, অতীতের মতো রোড মার্চের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী হামলা সহ সাধারণ মানুষের জান মালের ক্ষতির অপচেষ্টা করছে।

এর বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীরা তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে জীবন দিতেও প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।