চট্টগ্রাম: বোয়ালখালীতে কাজী আছাদ আলী কেবলা’র (র.) ১০৮তম ওরশ সোমবার (১২ মে) আহলা দরবার শরীফে আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ-বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি ও আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ সৈয়দ কুতুব উদ্দিন রাসেল জানান, ওরশ উপলক্ষে আহলা দরবার শরীফে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ, বাংলাদেশের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কাজী আছাদ আলী কেবলা উপমহাদেশখ্যাত মাইজভাণ্ডার দরবার শরীফের গোড়াপত্তনকারী গাউসুল আযম হযরত সৈয়দ আহমদউল্লাহ শাহ্ কেবলা’র (রহ.) সান্নিধ্য লাভ করেন এবং তাঁর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি হযরত আহমদ উল্লাহ শাহ্ কেবলার অন্যতম খলিফা হিসেবে পরিণত হন এবং নিজ পীর কর্তৃক ‘জনাব’ উপাধিতে ভূষিত হন।
শাহজাদা মোহাম্মদ সৈয়দ কুতুব উদ্দিন রাসেল বলেন, খেলাফতপ্রাপ্তির পর হযরত কাজী আছাদ আলী (রহ.) আহলা দরবার শরীফে অধিষ্ঠিত হন। তিনি সুফীতত্ত্বের চর্চা, ইসলাম ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। ধর্মপ্রাণ সর্বসাধারণের কাছে হেদায়াতের বাণী প্রচার করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের হুকুম-আহকাম পালনে নিষ্ঠাবান ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১০, ২০২৫
এসি/টিসি