ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জহুর আহমেদ’র মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
জহুর আহমেদ’র মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক জহুর আহমেদ কোম্পানি

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমেদ কোম্পানি এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, জহুর আহমেদ কোম্পানি দুঃসময়ে সকল আন্দোলন-সংগ্রামে অগ্র সেনানী ছিলেন।

তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা দলের একজন পরীক্ষিত নেতাকে হারালাম।

শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

হানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উল্লেখ্য, শনিবার সকাল ৬টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে জহুর আহমেদ কোম্পানি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ