ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ট্রেনের ধাক্কায় দুই অটোরিকশা চালক গুরুতর আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
পটিয়ায় ট্রেনের ধাক্কায় দুই অটোরিকশা চালক গুরুতর আহত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পটিয়া রেলস্টেশন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী স্পেশাল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত দুই অটোরিকশা চালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পটিয়া পৌরসভা এলাকার আমির আব্বাস (৫৫) ও নাইখাইন গ্রামের মো. বেলাল (৫০)।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোহাম্মদ ইফতেখার জানান, আহত দুজন মাথায় আঘাত পেয়েছেন।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা দুই সিএনজি অটোরিকশাকে ট্রেন ধাক্কা দিলে অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে যায়। এসময় দুই চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পটিয়া রেলস্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে পার্কিং করতে নিষেধ করা হলেও কেউ তা মানছে না। ফলে  এমন দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।