ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে পিকআপ চালক খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
মীরসরাইয়ে পিকআপ চালক খুন ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে তৌহিদুল ইসলাম খোকন (৩০) নামে এক পিকআপ চালককে খুন করে রেল লাইনে মরদেহ ফেলে গেছে দুর্বত্তরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে হিঙ্গুলী খান সিটি সেন্টারের পূর্বপাশে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে।

নিহত তৌহিদুল ইসলাম খোকন হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মৃত হাসেম ড্রাইভারের ছেলে।

হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, তৌহিদুল ইসলাম খোকনকে খুন করে রেললাইনে ফেলে গেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

নিহতের স্ত্রী সানজিদা আক্তার জানান, তার স্বামী বুধবার রাতে এলাকার শাহাজাহান মেম্বার বাড়িতে ভাতিজির গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার আগে স্থানীয় বখাটেরা তার মোবাইলে বার বার ফোন করেছিল। রাতে অনুষ্ঠানে গিয়ে আর ফিরেননি। সকালে রেললাইনে মরদেহ পাওয়া গেছে।  

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারি পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মনিরুল ইসলাম। তিনি জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কি কারণে খুন করা হয়েছে, তা তদন্তসাপেক্ষে জানা যাবে।
 
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।