ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী কর্মীদের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, জুলাই ২, ২০২৫
পটিয়ায় পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী কর্মীদের সংঘর্ষ ...

চট্টগ্রাম: পটিয়া থানার সামনে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  রাত সাড়ে ১১টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পটিয়া থানা চত্বরে নিয়ে আসেন। ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার না দেখিয়ে নিজেদের হেফাজতে নেয়। এতে ক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘পুলিশ আমাদের কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। আহত কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে’।

আহতরা হলেন- আশরাফুল ইসলাম তৌকির (২১), মো. নাদিম (২১), মো. আয়াস (১৬), মো. আকিল (১৮), মো. ইরফান উদ্দিন (১৮), তাসরিয়ান হাসান (১৮), মো. রায়হান উদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৭), জাহেদুল করিম শাহী (১৮), মুনতাসির আহমদ (১৭) ও সাইফুল ইসলাম (১৮)।  

পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসে মব সৃষ্টি করে মারধর করেছিল। এ সময় ধস্তাধস্তিতে ৩-৪ জন পুলিশ সদস্য আহত হন।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।