ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসে বমি করে ছিনতাই, গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ২৩, ২০২৪
বাসে বমি করে ছিনতাই, গ্রেপ্তার ২ ...

চট্টগ্রাম: বাসে টার্গেট ব্যক্তির শরীরে বমি করে তার কাছ থেকেই ছিনতাই করে একটি চক্র। প্রতিবাদ করলে ওই যাত্রীকেই ছিনতাইকারী বানিয়ে মারপিট করে।

চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নগরের বন্দর থানা পুলিশ।

ঢাকার কাফরুল থানা এলাকা থেকে মো.আনোয়ার হোসেন সোহাগ (৩৯) ও নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে মো.সাহাব উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান,  গত ৬ মে দুপুরে নগরের ১০ নম্বর বাসের যাত্রী সাইফুল ইসলামের মাথায় বমি করে তার কাছে থাকা ব্যাগ কেটে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। বন্দর থানা পুলিশ বিশেষ অভিযানে বমি পার্টির সদস্য কাফরুল থানা এলাকা থেকে মো.আনোয়ার হোসেন সোহাগ ও নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে মো.সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। ছিনতাইকৃত ১৫ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি ও ডিএমপির বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।