ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বসতঘরে মিললো বৃদ্ধার ঝুলন্ত মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২৪
বসতঘরে মিললো বৃদ্ধার ঝুলন্ত মরদেহ  ...

চট্টগ্রাম: লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ফাতেমা বেগম নামে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বশির মোহাম্মদ সিকদার পাড়ার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

ফাতেমা বেগম ওই এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী ও ৮ সন্তানের জননী।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ জানান, ফাতেমা বেগম নামের ওই বৃদ্ধা মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর কোনও এক সময় লোহার অ্যাঙ্গেলের সাথে শাড়ি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এর আগেও ওই বৃদ্ধা একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।