ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দিতে হলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মে ৩১, ২০২৪
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দিতে হলো জরিমানা ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ইউপি চেয়ারম্যান ও প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মে) রাতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর আনারস মার্কা প্রতীকের সমর্থনে সরকারি অফিস ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ব্যানারে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মোতালেব এর ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম চৌধুরীর সমর্থক আলী আহামদকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এসময় এক ইউপি চেয়ারম্যান ও প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ৩১, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।