ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ডেইরি আইকন’ পুরস্কার পেলেন এমপি ফজলে করিম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ১, ২০২৪
‘ডেইরি আইকন’ পুরস্কার পেলেন এমপি ফজলে করিম  ...

চট্টগ্রাম: প্রাণিসম্পদ অধিদপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ডেইরি খামার উন্নয়ন করায় ‘ডেইরি আইকন-২০২৩’ পুরস্কার অর্জন করেছেন রাউজান ডেইরি ফার্ম এর প্রতিষ্ঠাতা, রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।  

শনিবার (০১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি।

বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. রেয়াজুল হক৷ 

ইতোপূর্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন এবিএম ফজলে করিম চৌধুরী।

কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন তিনি। রাউজান উপজেলায় ১ ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫৪০টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয়বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন।  

মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থবারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি। ২০২২ সালে পঞ্চমবারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারও পেয়েছেন এমপি ফজলে করিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ০১, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।