ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আগুনে পুড়লো ৫ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ৯, ২০২৪
ফটিকছড়িতে আগুনে পুড়লো ৫ দোকান ...

চট্টগ্রাম: ফটিকছড়ির বিবিরহাট বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে।

রোববার (৯ জুন) ভোর সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ড ঘটে।

 

আগুনে পান বাজার গলির তিলক পালের মুদি দোকান, মো. এস্কান্দরের চালের দোকান, ইলিয়াছের মুদির গুদাম, মাহমুদের পানের দোকান, মৃদুল নাথের গুদাম পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

জানা যায়, ফটিকছড়ি পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেনের পারিবারিক টিনশেডের মার্কেটটিতে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ফটিকছড়ি ফায়ার সার্ভিসে খবর দেয়।  

ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ফটিকছড়ির দুটি এবং হাটহাজারীর একটি ইউনিট সহ স্থানীয়দের চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ৯, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।