ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনতাজ জলদাশকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

রোববার (১৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার দোলখাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মনতাজ জলদাশ জোরারগঞ্জ থানার ইসলামপুর গ্রামের নেপাল জলদাশের ছেলে।  

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম বলেন, আসামি মনতাজ জলদাশ ২০১৫ সালে ১৩ বছরের শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে মামলা রুজু হওয়ার পর সে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম- কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ৯ বছর আত্মগোপন করে ছিল।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।