ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফ্লাইওভারে লোহার পাইপের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
ফ্লাইওভারে লোহার পাইপের সঙ্গে ধাক্কা, যুবক নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে মিনিট্রাকে থাকা সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাবলু (১৮) আরও এক কিশোর আহত হয়।

 

রোববার (১৬ জুন) দুপুর পৌনে একটার দিকে খুলশী থানাধীন বেবী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল নগরের শুলকবহর এলাকার খলিলুর রহমানের বাড়ির আবদুল কাদেরের ছেলে।

 

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গরু আনার জন্য মিনিট্রাকটি বিবির হাটের দিকে যাচ্ছিল। এ সময় ফ্লাইওভার থেকে নামার সময় উপরের লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে দুইজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাইফুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত দুইজন সম্পর্কে মামা-ভাগ্নে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।