ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বোর্ড অব ট্রাস্টির ২২তম সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে নগরের জামাল খান ক্যাম্পাসের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ট্রাস্টি লুৎফে এম আইয়ুব।  

এ সময় তিনি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও ক্যাম্পাসে গুণগত শিক্ষার প্রসার বাড়াতে নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় সিআইইউর গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, কোর্স-কারিকুলামে নিত্য নতুন বিষয় অন্তর্ভুক্ত করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি-দিলরুবা আহমেদ, এএইচএম চৌধুরী, ইসমাইল দোভাষ, মো. আমিন হেলালী, সৈয়দ মাহমুদুল হক, মির্জা সালমান ইস্পাহানি, হাবিবুল্লাহ খান, হেফাজাতুর রহমান, সাফিয়া গাজী রহমান, সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।