ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ২ দোকানিকে অর্থদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
বোয়ালখালীতে ২ দোকানিকে অর্থদণ্ড 

চট্টগ্রাম: বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় দুই দোকানিকে তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার শাকপুরা বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

 

তিনি জানান, শাকপুরা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে দুই দোকানিকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বাজার মনিটরিং সংক্রান্ত উপজেলা প্রশাসনের এ কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।