ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতি, পুলিশের হাতে ধরা ৫ ডাকাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ডাকাতির প্রস্তুতি, পুলিশের হাতে ধরা ৫ ডাকাত গ্রেপ্তার ৫ ডাকাত

চট্টগ্রাম: ডাকাতির প্রস্তুতিকালে চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে আকবর শাহের জঙ্গল ছলিমপুরের একটি রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)। এসময় তাদের কাছ থেকে শটগানের সাত রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি ডাকাত দল মিরপুর আবাসিক এলাকার জঙ্গল ছলিমপুরে ডাকাতির পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোজিনা খাতুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।