ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘প্রশিক্ষণই খেলোয়াড়দের চূড়ান্ত সফলতা আনতে পারে'

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
‘প্রশিক্ষণই খেলোয়াড়দের চূড়ান্ত সফলতা আনতে পারে'

চট্টগ্রাম: কারাতের মাধ্যমে খেলোয়াড়রা বিশ্বদরবারে দেশের সম্মান ও পতাকা তুলে ধরবেন আশা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, সবাইকে প্রশিক্ষকদের নির্দেশ মেনে নিরন্তর অনুশীলন করতে হবে। শুধু প্রশিক্ষণই খেলোয়াড়দের চূড়ান্ত সফলতা এনে দিতে পারে।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন আয়োজিত সেলিনা আলম মেমোরিয়াল কারাতে প্রতিযোগিতা ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাংবাদিক আবু মোশারফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ ফেরদৌস আলী, এডিসি হেড কোয়াটার পংকজ দত্ত।

বক্তব্য দেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ওয়ার্ল্ড অ্যান্ড এশিয়া কারাতে ফেডারেশনের বিচারক ও রেফারি কাউসার আহামেদ।

নিয়াজ মোহাম্মদ খান চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনকে জেলা ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্তি করার ব্যাপারে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।  

পরে প্রধান অতিথি ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ও প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পদক ও সনদ বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।