ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার  ...

চট্টগ্রাম: উচ্চমাত্রার আসক্তি তৈরি করা মাদক আইসসহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরের মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামের ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়।

আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মেহেদীবাগ এলাকায় র‍্যাব সদস্যরা এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিএমপি’র উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।