চট্টগ্রাম: ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের খালের পূর্ব পাড়ের সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম খাগড়াছড়ির সড়কের বিবিরহাট বাস স্টেশনে এ মানববন্ধন হবে।
স্থানীয় লোকজন জানান, উপজেলা সদর বিবির হাট বাজার থেকে উত্তর ধুরুং ৯ নম্বর ওয়ার্ডে যাওয়ার সড়কটির মাঝখানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে বিছানো ইট উঠে পায়ে হাঁটাও কষ্টকর। রিকশাযাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছেন ঝাঁকুনিতে। বোরহান উদ্দিন শাহ মাজার গেইট থেকে প্রায় ৫ কিলোমিটার সড়ক দিয়ে গাড়ি চলা দূরে থাক পায়ে হাঁটাও যায় না।
স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল মারুফ বলেন, বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এলাকাবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সোমবার সকাল ১০টায় বিবিরহাট বাস স্টেশন মানববন্ধনের আয়োজন করেছে। সড়কের দুরবস্থার কারণে কেউ আত্মীয়তাও করতে চায় না এখানে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এআর/পিডি/টিসি