চট্টগ্রাম: নানা আয়োজনের মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে প্রতিষ্ঠানটির শাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ড হিসাবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষের কাছে সেগাফ্রেডো মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৮০টি দেশে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’ কফিশপের প্রায় ৫০০টিরও অধিক আউটলেটআছে। নিজস্ব চাষে উৎপাদিত এ কফি বিন ২৭টি দেশে উৎপাদিত হয়।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
পিডি/টিসি