ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠছে ফটিকছড়ি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
‘সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠছে ফটিকছড়ি’ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ি আবারও সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠছে। চুরি-ডাকাতি, খুন, রাহাজানিসহ তাণ্ডব চলছে।

অথচ  প্রশাসন অনেকটা নীরব ভূমিকা পালন করছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ফটিকছড়ির বিবিরহাটে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাগান বাজারে নিহত দুলায়েত হোসেনের পরিবারকে মামলা প্রত্যাহার করার জন্য খুনিরা হুমকি দিচ্ছে জানিয়ে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন, মামলা প্রত্যাহার না করলে তাদের অবস্থাও দুলালের মতো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। পুরো ফটিকছড়িতেই এখন প্রায় একই অবস্থা। কিছুদিন আগে বাগান বাজার ইউনিয়নে নিজের কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় ভূমিদস্যুদের হামলায় নিহত হন দুলায়েত হোসেন দুলাল। কয়েকদিন আগে দাঁতমারায় নিহত হয় শহীদুল ইসলাম। আরও কিছুদিন আগে নিহত হয় আমান উল্লাহর মেয়ে তাবাসসুম।

তিনি আরও বলেন, কয়েকজন ‘বিশেষ ব্যক্তির’ লোকজন খালের বালু তুলে নিয়ে যাচ্ছে। বাগানের কাঠ কেটে নিয়ে যাচ্ছে। এমন কোনদিন নাই চোরাই রাবার ফটিকছড়ি থেকে পাচার হচ্ছে না। ফটিকছড়ির বন উজাড় করে দিচ্ছে, পাহাড়ের মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলছে। অনতিবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করার অনুরোধ করছি। যদি এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, তারা আরও  বেপরোয়া হয়ে  উঠবে।

দলে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে জানিয়ে সরওয়ার আলমগীর বলেন, তাদেরকে বিভিন্নভাবে পদায়ন  করা হচ্ছে। তারাই দলের ভাবমূর্তি নষ্ট করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন- আমাদের দলের কেউ যদি এ জাতীয় ভুল করে তাহলে গত ৫ আগস্ট আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, আমাদেরও  তাই হবে।  

তিনি বিএনপির নাম বিক্রি করে সন্ত্রাসের সাথে জড়িতদের অনতিবিলম্বে বহিষ্কার করতে  উপজেলা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, জেলা বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা বিএনপি নেতা মহিউদ্দিন আজম তালুকদার, উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব  জয়নাল আবেদীন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মনসুর আলম চৌধুরী, নুর আলম মেম্বার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।