চট্টগ্রাম: চন্দনাইশের ৪ নম্বর বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি নগরের খুলশী এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।
খুলশী থানার ওসি মুজিবুর রহমান জানান, মো. আবদুর রহিমকে পাঁচলাইশ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মো. আবদুল রহিম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও চন্দনাইশের ৪ নম্বর বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসি/টিসি