ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন ...

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজারের পুরোনো জলসা মার্কেটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে গুদামটিতে আগুন লাগে।

এতে বেশ কিছু কাপড় পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা ও লামারবাজার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সাততলা ভবনের ২য় তলার ওই গুদামে পোশাক কারখানার মালামাল ও ঝুট ছিল বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। সরু গলি ও ছোট সিঁড়ি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।