ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিপ্লব উদ্যানকে জঞ্জালে পরিণত করেছিল আ.লীগ: ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
বিপ্লব উদ্যানকে জঞ্জালে পরিণত করেছিল আ.লীগ: ডা. শাহাদাত

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন বলেছেন, কোনো ধরণের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চাই না ও করবো না। মুক্তিযুদ্ধের ইতিহাস যেখানেই থাকবে সংরক্ষণ করা হবে।

এতদিন বিপ্লব উদ্যানে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ইতিহাসকে ভিন্ন খাতে নেওয়া হয়েছিল। পতিত আওয়ামী সরকার গত ১৬ বছর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ভূমিকাকে ভিন্নখাতে নিয়েছিল।
তারা বিপ্লব উদ্যানকে জঞ্জালে পরিণত করেছিল। আমি মেয়র হওয়ার তিনদিনের মাথায় তাদের সমস্ত স্ট্রাকচার ভেঙে দিয়েছি। সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বিপ্লব উদ্যান কেন নামকরণ হয়েছে, সেই ইতিহাস এখন থেকে নতুন প্রজন্ম জানতে পারবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া আদর্শ স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।  

কেন্দ্রীয় বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাতে হোসেন বলেন, ১৪ ডিসেম্বরের বধ্যভূমিতে আমাদের পেশাজীবী, বুদ্ধিজীবীদের যাদের ফয়’স লেকে হত্যা করা হয়েছিল, সেখানেও আমারা স্মৃতিচারণ করবো। প্রকৃত ইতিহাস সেখানে থাকবে।

নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে মেয়র শাহাদাত হোসেন বলেন, আমি নতুন প্রজন্মকে বলতে চাই— শহীদ জিয়াউর রহমানকে সম্পর্কে জানুন। তাহলে বাংলাদেশকে আপনারা জানতে পারবেন। মেয়র হওয়ার পর আমি বলেছিলাম, নগরীর ৪১টি ওয়ার্ডেই খেলার মাঠ তৈরি করা হবে। ইতোমধ্যে ৭টি খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আমি আমার কথা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।  


টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হকের পরিচালনায় উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফ প্রমুখ।

উদ্বোধনী খেলায় চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ও মোহাম্মদ নগর ফুটবল একাডেমী অংশগ্রহণ করেন। খেলায় পূর্নাঙ্গ সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকলে পরে ট্রাই ব্রেকারে ব্রাদার্স ইউনিয়ন জয় লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারি নাছির সরকার। এসময় টুর্নামেন্টটি এখন থেকে প্রতিবছরই অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন চসিক মেয়র শাহাদাত হোসেন। এছাড়া, পটিয়ায় আরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবং সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।