ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলবে: ডা. শাহাদাত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলবে: ডা. শাহাদাত  বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলমান থাকবে।

নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাদের কাছে যে শক্তি, সাহস ও দক্ষতা থাকবে, তা দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যেগুলো এ সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না।
সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে কী কী সংস্কার করা হবে সেজন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন। বিএনপির ৩১ দফার মাধ্যমেই রাষ্ট্র সংস্কার করতে হবে। আমি বলব, সবাই ৩১ দফা সম্পর্কে জানুন। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরের লালদীঘির পাড় চসিক লাইব্রেরি মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাদের গবেষণাধর্মী সংগঠন অ্যাডভান্সড ন্যাশনালিস্ট ফর ডেমোক্রেসি (এএনডি) আয়োজিত মুক্ত আলোচনা ও মতামত প্রকাশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মেয়র।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমি চিন্তাভাবনা করছি যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শহরের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে জাহাজে করে সারাদিন আমি পতেঙ্গা থেকে শুরু করে কর্ণফুলীর পুরো এরিয়া ঘুরবো। এ ধরনের একটা অনুষ্ঠান করার চিন্তা করছি। যারা মেধাবী ছাত্র, তাদের কিছু মত আমি নিতে চাই। দেশ সম্বন্ধে তারা কতটুকু চিন্তা করছে, আগামীর জন্য তারা আদৌ প্রস্তুত কিনা। বিএনপির ৩১ দফা, ১৯ দফা ও ভিশন ২০৩০ সম্বন্ধে তারা কী জানে? বিএনপি কী চায়। এই বিষয়গুলো নিয়ে আমি ছাত্রদের সাথে মুক্ত আলোচনা করতে চাই।  

ছাত্ররাই সবসময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, যেকোনো আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। জুলাই আন্দোলনে চট্টগ্রামের সন্তান ওয়াসিম শহীদ হয়েছে। তবে ওয়াসিমের কন্ট্রিবিউশনকে ছোট করে দেখা হচ্ছে। এখানেও কিন্তু বৈষম্য কাজ করছে। তবে আন্দোলনে তাঁর অবদানের বিষয়টি মাথায় রেখে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তাঁর নামে করা হয়েছে। এ ছাড়া,আমবাগান এলাকার পার্কটিও শহীদ ওয়াসিমের নামে নামকরণের ঘোষণা দিয়েছি। এভাবে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের কন্ট্রিবিউশনের বিষয়টি তুলে আনতে হবে। তাদের কথা বলতে হবে৷ আর তাদের অনুপ্রেরণার মধ্য দিয়েই পরবর্তী প্রজন্মকে চলতে হবে৷

চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও সংগঠনের সদস্য হাসান আহমেদের সভাপতিত্বে ও সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন মিজবাহ, চবি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন, এএনডির সদস্য লামিয়া লাবিবা, মাহবুবুল হাসান,আমান উল্লাহ, রাকিবুল হাসান, শাহাব উদ্দিন, মিনহাজুর রহমান, হুমায়ুন কবির, রাকিবুল কাদের নিয়ন, আইনুল হোসেন সাগর, নেসার উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।