চট্টগ্রাম: হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের এ সভায় সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন সংস্থার সদস্যসচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই -জাহান, সদস্য এসএএম আসলাম মোর্শেদ মুজিবুল আলম চৌধুরী, আবদুল মান্নান দৌলত, খোরশেদ আলম শিমুল প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ ও যুব উন্নয়ন অফিস সহকারী মো. শরিফ।
সভার শুরুতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সিজেকেএস প্রথম বিভাগের ফুটবল লিগের উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এবং ঈদের পর হাটহাজারী উপজেলা ফুটবল লিগ শুরুর সিদ্ধান্ত হয়।
উপজেলা ফুটবল লিগে অংশ নিতে উপজেলার বিভিন্ন ক্লাবের দলগুলোকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও পহেলা বৈশাখে গ্ৰামীণ খেলা কাবাডি, দাড়িয়াবান্দা ও বলীখেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এআর/টিসি