ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগের দুই নেতা গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
যুবলীগের দুই নেতা গ্রেপ্তার  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

তারা হলেন-আমুচিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সমীরণ চক্রবর্তী (৩২) ও যুগ্ম আহ্বায়ক বাবুল দে (৩২)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কানুনগোপাড়া ও পৌর সদরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যুবলীগ নেতা সমীরণ আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কানুনগোপাড়ার সঞ্জীব চক্রবর্তীর ছেলে এবং বাবুল দে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রদীপ দে’র ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার মামলায় এই দুইজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।