চট্টগ্রাম: মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক, মাস্টার নজির আহমদের দ্বিতীয় ছেলে মাওলানা মুফিজুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাস্টার নাজির আহমদ ডিগ্রি কলেজ উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল সকাল ৮টায় খতমে কোরআনের মাধ্যমে কলেজ মিলনায়তনে শুরু হয়।
কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোছাইন, বাঁশখালী সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, সহকারী অধ্যাপক এস.এম আতাউর রহমান, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মু.জাহাঙ্গীর আলম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজউল করিম, শেখেরখীল দারুসসালাম আর্দশ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা সাহাব উদ্দীন, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তারা এ অঞ্চলে শিক্ষা প্রসার, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে মাস্টার নজির আহমদ পরিবারের অবদান তুলে ধরেন এবং মাস্টার নজির আহমদ পরিবার বাঁশখালীর সার্বিক উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছেন অন্য ধনাঢ্য পরিবারও একই ধারা অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরচিালনা করেন পুঁইছড়ি ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোছাইন। দোয়া মাহফিল শেষে ছাত্র- ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মাওলানা মফিজুর রহমান ১৯৬২ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গত ১৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
পিডি/টিসি