চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সেন্ট্রাল কালচারাল ক্লাবের উদ্যোগে কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. মিতা মজুমদারের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে দিনব্যাপী বসন্ত উৎসব-১৪৩১ অনুষ্ঠিত হয়েছে।
বসন্ত উৎসব উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ, ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, প্রক্টর ইনচার্জ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ সিরাজ মিয়া প্রমুখ।
উৎসব উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, আমরা বাঙালিরা উৎসব প্রিয়, বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে আমরা বসন্ত উৎসব, নবান্ন উৎসব, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ আনন্দমুখর পরিবেশেই আয়োজন করে থাকি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, ঋতুরাজ বসন্তের শুভক্ষণে বাঙালির ঐতিহ্য ধারণ করে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে এই বসন্ত উৎসব আয়োজন।
বসন্ত উৎসব উপলক্ষ্যে ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মেলা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণকারী র্যাফেল ড্র বিজয়ী স্টলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসি/টিসি