চট্টগ্রাম: জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, এবাদত কবুল হওয়ার একমাত্র শর্ত হচ্ছে হালাল খাওয়া। আওয়ামী লীগের কাছে হালাল হারাম ছিল না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশ থেকে ২৯৩ বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে। দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এটা কি সোজা কথা। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য আর রাজনীতি নয়, দলাদলি নয়, মারামারি হিংসা বিদ্বেষ বিভেদ নয়। ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ইনসাফ বৈষম্যহীন ইসলামী স্টেট কায়েম করতে হবে।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যুবক ভাইদের বলবো- অন্যায় করবেন না, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সাথে জড়াবেন না। এসব হারাম।
ইমাম নগর ঈদ-এ মিলাদুন্নবী (স.) উদযাপন পরিষদ এ মাহফিলের আয়োজন করেন।
সংগঠনের উপদেষ্টা এম এ মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসেন মোমিন, আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা ইউসুফ বিন নূরী ও হাফেজ মাওলানা আজগর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাকারিয়া, উপজেলা জামায়াতের ডা. খোরশেদ আলম, নায়েব ডা. আবু নাসের, আমন্ত্রিত অতিথি ছিলেন মো. মঞ্জুরুল হক চৌধুরী, আবুল কালাম, মো. জসীম উদ্দীন ও আব্দুর রহিম রনি।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
বিই/টিসি