ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগ এখন গুপ্ত শত্রু: বেলায়েত হোসেন বুলু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
আ.লীগ এখন গুপ্ত শত্রু: বেলায়েত হোসেন বুলু বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু।

চট্টগ্রাম: মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, আগে আমাদের ছিল প্রকাশ্য শত্রু আওয়ামী লীগ। এখন আমাদের পেছনে লেগেছে গুপ্ত শত্রু।

প্রকাশ্য শত্রুর চেয়ে গুপ্ত শত্রু আরও বেশি ভয়ংকর। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে।
দলের ক্ষতি, দলের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। যারা রাজপথে ছিলেন, আপনারা যদি কোনো অপরাধের সাথে জড়িত না হন কথা দিচ্ছি আমরা আপনাদের মূল্যায়ন করবো। আমরা দুঃসময়ে মিছিলের শেষ ছেলেটিরও মূল্যায়ন করবো।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, যারা স্বেচ্ছাসেবক দলকে বুকে ধারণ করে অতীতে রাজপথে ছিল তাদের দিয়েই আগামীতে সংগঠন সাজানো হবে। একটি গোপন সংগঠন বিএনপির বিরুদ্ধে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। আমরা দীর্ঘ ১৭ বছর জনগণের কাছাকাছি যেতে পারিনি। এখন সময় এসেছে জনগণের কাছাকাছি যাবার। আপনারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের নেতা তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। বিপদে আপদে জনগণের পাশে থেকে এসব ষড়যন্ত্রের জবাব দেবেন।

ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ ইউসুফ সুমনের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মিজান হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন বারেক, শ্রম বিষয়ক সম্পাদক মো. সাইফুর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরহাদ আলম মৃধা, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু, আব্দুল মোবিন, মন্জু আলম মন্জু, শফিউল আলম, মো. ফারুক, মো. আজিজ, সদস্য আবু সাদেক, আল সাবা, ইলিয়াস, মানিক, নজরুল, শাহীন, রোমান, খোরশেদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।