ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরে গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সিএমপির জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো– আমিনুর রহমান সায়েম (৩৩), মো. ইদ্রিস জীবন (৩৬), মো. ওসমান গনি (৫০), মো. কায়সার হামিদ (৩৬), মো. শফিকুল আলম (৪০), মো. শিপন (৩৩), জাফর আহম্মেদ (৬৫), মো. আবুল হোসাইন (৬০), মো. সানি, মো. রাব্বি হোসেন প্রকাশ হৃদয় (২৫), মোহাম্মদ সাখাওয়াত হোসেন রানা (২৪), মো. তৌহিদুল ইসলাম (২৪), মো. আজগর আলী (৪৮), মো. আলমগীর মোঃ জলিল সরদার (৩৯), নিজামুল হক নিজাম (৩৫), মো. হালিম (৫৫), মো. আরিফুল ইসলাম রাবির (২৬), মো. খোরশেদ আলম (৪৪), মো. শাহজাহান (২৪), আব্দুল্লাহ প্রকাশ লোকমান (২৫), শেখ আব্দুল মান্নান (৫৯), মো. বেলাল হোসেন (৩৫) এবং মামুনুর রশিদ বাবু (৫৩)।

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে সন্ত্রাসীবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৭50 ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।