ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফুলকিতে রবি ঠাকুরের ‘তাসের দেশ’ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, আগস্ট ৮, ২০২৫
ফুলকিতে রবি ঠাকুরের ‘তাসের দেশ’  গীতিনৃত্যনাট্য ‘তাসের দেশ’ মঞ্চায়ন

চট্টগ্রাম: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য সৃষ্টি গীতিনৃত্যনাট্য ‘তাসের দেশ’ মঞ্চায়ন হলো থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে।  

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ফুলকির শিক্ষার্থীদের পরিবেশনায় গীতিনৃত্যনাট্যটি মঞ্চস্থ হয়।

 

‘তাসের দেশ’ গীতিনৃত্যনাট্যটির নির্দেশনায় রয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। নির্দেশনা সহযোগিতায় রয়েছেন নৃত্যশিল্পী বাবরুল আলম চৌধুরী।

ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেনের সার্বিক তত্ত্বাবধানে এর সঙ্গীত পরিচালনায় সোমা রায় ও নাট্যাংশ পরিচালনায় রয়েছেন সঞ্জয় ধর।  

তাসের দেশ একটি রূপক নাটক। যেখানে তাসের দেশের রাজারাজড়া, সৈন্য, সমাজের নিয়ম-কানুন সবকিছুই একধরনের যান্ত্রিকতা ও নিপীড়নের প্রতীক। সেখানে আবেগ, সৃজনশীলতা বা স্বচিন্তার কোনো স্থান নেই।  

ফুলকির এ প্রযোজনায় নৃত্য, সঙ্গীত ও নাট্যাংশে রয়েছে- দীপা সিংহ, দেবলীনা দাশ, হাসি বিশ্বাস, শার্লি ফারিশতে ফা, কৃত্তিকা দাশ, সেঁজুতি বড়ুয়া শীতল, অত্রি ভট্টাচার্য্য, প্রিয়ন্তী দেবনাথ, সেমন্তি শ্রেষ্ঠা, সর্বজয়ী নাথ, পয়মন্তী বণিক, দীপ্র ওঙ্কার, ঋদ্ধি চৌধুরী, মুহ্তাসীম ইসলাম ধন্য, মৃত্তিকা বড়ুয়া, দৃষ্টি চক্রবর্তী, নুসরাত জাহান ইমা, সায়ন্তী চক্রবর্তী, প্রমিতি হিতৈষী বড়ুয়া, প্রিয়ন্তী চক্রবর্তী, শ্রেয়া বড়ুয়া, শুভার্থী ঋতবান, অর্জন চক্রবর্তী, আইমান তাহনিফ ভূঁইয়া, অনিরুদ্ধ পাল, আনা আভেরি পত্রলেখা, সুরঞ্জনা তলাপাত্র, আদিত্য শর্মা, শ্রেয়ান খাস্তগীর, দেবপ্রিয়া চক্রবর্তী, অগ্নিমিত্রা আচার্য্য, অদ্রিজা কর্মকার, আদ্রিক চৌধুরী, সুহিতা দে, দেবপ্রিয়া চক্রবর্ত্তী, রুযাইনা ওয়াফিয়া, শারদ প্রত্যুষ বল, তাসনিয়া আনিস বুশরা, নির্ঝরা বড়ুয়া, ঐশিকা সরোজনী বিশ্বাস ও বর্ণময় সেনগুপ্ত।

প্রযোজনাটি সমন্বয় করছেন জিনাত ইসলাম ও শুভ্রতা দাশ।

ফুলকি শিশু-কিশোর প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ১৯৭৬ সাল থেকে। শিশুদের মানস বিকাশে ফুলকি বরাবরই নানা সৃষ্টিশীল কাজে উদ্যোগী হয়েছে। প্রতিবছর ফুলকির উদ্যোগে একটি নাট্য বা নৃত্যনাট্য প্রযোজনা মঞ্চায়ন হয়ে থাকে।  

‘তাসের দেশ’ গীতিনৃত্যনাট্যটি শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় দ্বিতীয় মঞ্চায়ন হবে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।