ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, আগস্ট ৩০, ২০২৫
মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার খইয়াছরা ইউনিয়নের বারতাকিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বড়তাকিয়া রেল স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয়দিকে ট্রেন চলাচল করছে।

 

বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী দল এসে চাকা লাইনের ওপর তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করেছে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।