ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে সব পরীক্ষা স্থগিত 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, আগস্ট ৩১, ২০২৫
চবিতে সব পরীক্ষা স্থগিত  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তার জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় রোববার (৩১ আগস্ট) সকল পরীক্ষা স্থগিত করেছে চবি কর্তৃপক্ষ।  

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।  

এদিকে ঘটনার প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন চলছে।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
 
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।