চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত ১৪৪ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, আহত ১৪৪ জনের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন, বেসরকারি পার্কভিউ হাসপাতালে ৪৩ জন এবং ন্যাশনাল হাসপাতালে ২৪ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া গুরুতর আহত চবি ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত ১৪৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা খুবই গুরুতর। এরমধ্যে দুই জনের মাথায় আঘাত, অন্যজনের ভাস্কুলার ইনজুরি রয়েছে। যিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। মাথায় ইনজুরি থাকা বাকি দুইজনকের মাথায় অস্ত্রপাচার করা হচ্ছে।
এর আগে শনিবার মধ্যরাতে দুইপক্ষের সংঘর্ষের পর রোববার দিন ব্যাপি দফায় দফায় চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি। পরে বিকেলে স্থানীয় এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ১ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমআর/পিডি/টিসি