ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চট্টগ্রাম: নগরের ইপিজেডের বেপজা পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।  এবাবের ক্রীড়া প্রতিযোগিতায় এক হাজার ২০০ জন শিক্ষার্খী এবং সাংস্কৃতিক প্রতিয়োগিতায় ৬০০ শিক্ষার্থী আলাদা  ৪টি হাউজে  অংশ নেয়।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্কুল মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান ও  বেপজা পাবলিক স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যানের সহধর্মিনী তাহমিনা জিয়া ও  চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান।


 
প্রধান অতিথি বলেন, ক্রীড়া উপহার দেয় সুস্থ দেহ , সংস্কৃতি  উপহার দেয় সুন্দর মন। আমাদের শিক্ষার্থীকে মনে রাখতে হবে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা যদি একসঙ্গে করতে পারে তাহলে ভবিষ্যতে জাতি গঠনে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। শিক্ষার্থীর জীবন হবে আরও সুন্দর।

বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতায় কর্ণফুলী হাউজ চ্যাম্পিয়ন  এবং  যমুনা হাউজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। সেরা ক্রীড়াবিদ  হয়েছেন শিক্ষার্থী সুবিজ্ঞান চাকমা, সাদিয়া জাহান, মো. নেছারুল, নীল দাশ, রাইসা রাহা। এছাড়া কর্ণফুলি হাউজের ইয়ামিন হোসেন দ্রুততম মানব এবং মেঘনা হাউজের মায়াবী ফয়সাল চাহাত দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করে।  

সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল কাদের, প্রভাষক নুসরাত জাহান পায়েল, ক্রীড়া শিক্ষক ফরহাদ হোসেন চৌধুরী ও কানিজ ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে চ্যাম্পিয়ন কর্ণফুলী হাউজের লিডার সহকারী অধ্যাপক অনিমেষ পাল, রানার আপ যমুনা হাউজের লিডার সহকারী অধ্যাপক মুহাম্মদ জিয়াউর রহমান বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক সহকারী অধ্যাপক বিধান দত্ত, সহকারী অধ্যাপক রোকসানা বেগম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।