চট্টগ্রাম: সাবেক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করছে।
এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সদস্য, উপাচার্য (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এআর/টিসি