ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ।

চট্টগ্রাম: পটিয়া উপজেলায় ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পটিয়া মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি সাধারণ শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে পটিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।

তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমরা প্রশাসনের বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি।

কিন্তু প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। নারী সমাজকে ঘর থেকে বের হতে হবে, তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের।

বক্তারা বলেন, ধর্ষণ ও নিপীড়নের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।