ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাদায় আটকে পড়া হাতি উদ্ধার করল গ্রামবাসী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
কাদায় আটকে পড়া হাতি উদ্ধার করল গ্রামবাসী ...

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া ৪০ বছর বয়সী একটি বন্য হাতিকে টানা ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার নাপোড়া এলাকায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে আটকে পড়া হাতিটি বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করেন।

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাতিটি কাদায় আটকে যাওয়ার খবর পাই। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করি।

প্রথমে একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করা হয়। পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেওয়া হয়। পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙ্গায় তুলতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর, পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুর্বল হয়ে গেছে। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না। ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসকদের আসার অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।