ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের মধ্যেই আগামীর বাংলাদেশের সম্ভাবনা নিহিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের মধ্যেই আগামীর বাংলাদেশের সম্ভাবনা নিহিত

চট্টগ্রাম: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মানুষ একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চায়। শ্রমিক-মালিক, ধনী-গরীব, নারী-পুরুষ সকল নাগরিকের অধিকার সমুন্নত থাকবে, এমন বাংলাদেশ দেখতে চায়।

আর তেমন একটি সমৃদ্ধ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ একমাত্র আল্লাহর আইন ও সৎলোকের শাসনের মাধ্যমেই সম্ভব। শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।
সর্বোপরি ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের মধ্যেই আগামীর বাংলাদেশের সকল সম্ভাবনা নিহিত।  

সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চান্দগাঁও থানা আয়োজিত কর্মী শিক্ষাশিবির ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। চান্দগাঁও থানা সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় কর্মী শিক্ষাশিবির ও ইফতার অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াত ইসলামীর আমীর মো. ইসমাইল, মহানগরী সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার সহ-সভাপতি রুহুল আমিন, শ্রমিকনেতা মহিউদ্দিন হিরু, সেলিমুল হক, ইসহাক, তৌহিদুল ইসলাম, নুরুল আজিন, মিজানুর রহমান, মোঃমাসুদ, আক্তারুল ইসলাম, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, অহিদুর জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।