ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ষকদের বিচারের দাবিতে উত্তাল চবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
ধর্ষকদের বিচারের দাবিতে উত্তাল চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।  

রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

পরে মিছিলটি কাটাপাহাড় সড়ক, শহিদ মিনার, প্রীতিলতা হল  প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাস হয়ে প্রধান ফটকে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় প্রায় ঘন্টাখানেক প্রধান ফটক আটকে রাখেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের 'তুমি কে, আমি কে- আছিয়া আছিয়া, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না, উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকদের ফাসি চাই, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

চবি শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের ওপর দিয়ে এসেছে। কিন্তু এই সরকার নৈরাজ্য ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারছে না। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। সরকারকে অবশ্যই সব ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।  

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, বর্তমানে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি ৮ বছরের শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ফাঁসির দাবি জানাচ্ছি। সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হবো।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।