চট্টগ্রাম: ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করায় ইপিজেড থানার বন্দরটিলা এলাকার মেসার্স আমির স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক ফয়েজ উল্যাহ। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
একই অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সন্দ্বীপ স্টোর ও আকবরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া নির্ধারিত মূল্যের বেশি দামে সুপার তেল বিক্রি করায় মেসার্স নয়ন ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজারের মাংস, সবজি, মাছ ও মুদি দোকানিদের ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান কর্মকর্তারা।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফয়েজ উল্যাহ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
এআর/পিডি/টিসি