চট্টগ্রাম: মানুষের অন্তর্গত দ্বন্দ্ব ও সমাজের বহিরঙ্গের বৈপরীত্যে ভরা এই পৃথিবী। চারপাশে শুধু স্বার্থের প্রতিযোগিতা।
ভাগ্য বদলে মিথ্যা গল্প সাজায় কখনো পরিবারে, কখনো সমাজে, আবার কখনোবা কর্মক্ষেত্রে। শত অপকর্মের মধ্যেও নিজেকে সৎ, সমাজসেবক কিংবা মহৎ হিসেবে উপস্থাপন করার লজ্জাহীন প্রয়াস আজকের বাস্তবতা। সম্পর্কগুলো ক্রমশ শত্রুতার রূপ নিচ্ছে; ভালোবাসা ও মানবিকতার স্থান নিচ্ছে অবিশ্বাস আর দ্বিমুখী আচরণ।
এই জটিল সমাজচিত্র আর জীবনের বিচিত্রতাকে ধারণ করেই রচিত হয়েছে ‘দ্বিচারিতা’ কাব্যগ্রন্থ। এখানে ধরা পড়েছে মায়া-মমতা, প্রেম-বিরহ, বন্ধুত্ব এবং মানবিক দ্বন্দ্বের নানা রূপ। নিটোল ভালোবাসার কথামালার পাশাপাশি উঠে এসেছে জীবনের কঠোর বাস্তবতা।
এই কাব্যগ্রন্থে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বুলেটের সামনে বুক চেতানো আবু সাঈদের সাহসিকতা, মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে মীর মুগ্ধর হৃদয়স্পর্শী উচ্চারণ ‘পানি লাগবে পানি’ কিংবা রিকশার পাদানিতে নাজিফের রক্তাক্ত ছবি। জুলাই বিপ্লবের বীরত্বগাঁথা কবিতায় তুলে ধরা হয়েছে। জুলাই বিপ্লবে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের বীরত্বগাঁথাও এই কাব্যগ্রন্থে তুলে ধরা হয়েছে।
দ্বিচারিতা কেবল একটি কাব্যগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিচ্ছবি। ভালোবাসা, দ্বন্দ্ব, প্রতিরোধ আর বীরত্বের গল্প নিয়ে তৈরি এই পঙ্ক্তিমালার রচয়িতা শাহাদাৎ হোসেন চৌধুরী। চট্টগ্রামের মিরসরাইয়ে বেড়ে ওঠা স্বপ্নবাজ ও মানবিক এই তরুণ কবিতা, গল্প, উপন্যাস, থিয়েটারে যুক্ত থেকে বেড়ে উঠেছেন শিল্প ও সাহিত্যের বৃহদায়তনে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করছেন অর্থবহ মানবিক দেশ গঠনের পিপাসায়।
মফস্বল সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করা শাহাদাৎ হোসেন চৌধুরী বিভিন্ন সময় যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাক, মানবজমিন, সুপ্রভাত বাংলাদেশ, চট্টগ্রাম প্রতিদিন, দৈনিক জাগরণ, সিভয়েস-সহ বিভিন্ন গণমাধ্যমে। সম্পাদনা করেছেন সাহিত্যের ছোট কাগজ, স্থানীয় প্রকাশনা। গণমাধ্যমের পাশাপাশি যুক্ত ছিলেন উন্নয়ন সংস্থা ইপসা, অপকা, এলআইএফডি-সহ বিভিন্ন সংগঠনের উন্নয়ন প্রকল্পে।
দ্বিচারিতা তাঁর পঞ্চম গ্রন্থ। এর আগে অশ্রু, বিস্ময় বালিকা ও হনন নামে তিনটি উপন্যাস প্রকাশিত হয়। এ ছাড়া বিবর্ণ নামে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এসি/টিসি