ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেকুয়া জি এম সি ইনস্টিটিউট এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মেজবান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
পেকুয়া জি এম সি ইনস্টিটিউট এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মেজবান

শতবর্ষী পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৪ মার্চ) নগরীর জামালখানস্থ চিটাগাং সিনিয়রস ক্লাবে বিভিন্ন এসএসসি ব্যাচের শিক্ষার্থী ও গণ্যমান্য অতিথিদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং এলামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মোছলেহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট এলামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শাব্বির ইকবাল সুমন এবং অ্যাসোসিয়েশনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস।

অতিথিদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন- চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ আবু হান্নান, পেকুয়া জি এম সি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এএসএম শাহজাহান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, এলামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলর ড. মশরুর মওলা, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সাবেক মহাপচিালক ড. মোস্তফা কামাল, ইসলামী চিন্তাবিদ মাওলানা আশরাফ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মহিবুল্লাহ চৌধুরী, পেকুয়া জি এম সি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের এজিএম আরিফ আহমেদ, চকরিয়া সমিতির সভাপতি অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মো. মুজিবুর রহমান এবং এলামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাজ্জাদুল হক প্রমুখ।

 

সভায় বক্তারা- পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট এলামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডকে বেগবান করতে ঐকমত্য পোষণ করেন। পাশাপাশি এলামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে জি এম সি ইনস্টিটিউট এবং পুরো পেকুয়া উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জিলানী কমপ্লেক্সের চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা আ ন ম দেলোয়ার হোসেন আল কাদেরী।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।